আমি নিখোঁজ ।।তীর্থের কুহক

[  ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে দাঙ্গাকারীদের আঘাতে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের আবদুল ওয়ালী খান, মারদান বিশ্ববিদ্যালয়ের  গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগের প্রগতিশীল ছাত্র  মাশাল খান  গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  নিহত হন ]

 

Mashal khan
Source: Facebook

আমি নিখোঁজ ।

বিগত সপ্তাহ কয়েক আগে- পুলিশে করেছি দায়ের অভিযোগ।

প্রতিনিয়ত অফিসারকে করি জিজ্ঞেস- পেলেন কিছু জনাব?

সহানুভুতিশীল অফিসার হতাশাচ্ছন্ন ইঙ্গিতে

মাথা ঝাঁকুনির  কাপা গলার স্বগোক্তি- পাইনি তোমার কোন সন্ধান ।

দিলেন  আশ্বাস-  ‘একদিন তোমাকে খুঁজে পাবে

হয়ত কোন রাস্তার কিনারে অচেতনে;

নয়তো  জখম অবস্থায় হাসপাতালে

কিংবা মৃতদেহ হয়ে দখল করেছ কোন নদীর ধার’।

6C9C2018-EE2D-49A5-8145-9498FDE717F4_w1023_r1_s
Source: VOA News 

অশ্রুসজল চোখ নিয়ে

নিজের জন্য মুহূর্তেই বেরিয়ে আসি- বাজারের পথে ।

ফুলের দোকানের কিছু ফুল কিনে চলে যাই ফার্মেসিতে ,

জখমে গজ-তুলা ও ব্যাথানাশক ট্যাবলেটের ভরসাতে ।

মসজিদের পাশের দোকান থেকে কিনে নিই একখানা শেষকৃত্যের কফিন- স্মরণসভার মোমবাতি।

কিছু লোক তো বলতেই থাকে- মৃতের জন্য মোমের আলো হারাম।

কিন্তু প্রতিত্তুর আসে না – চোখের মণি’র আলো যদি কভু হারায়,

কেমনি তবে ধরণীর আলো খুজিয়া পাবে ?

ঘরের আলো যদি যায় নিভে  দিশা পেতে কী জ্বালাবো তবে!


Leave a comment