উপমহাদেশের মজলুমের শব্দজুয়াড়ীঃ বেসরকারি কবি হাবীব জালিব

জন্মসূত্রে অবিভক্ত পাঞ্জাবের হোশিয়াপুরের ছোকরা উত্তর ঔপনেবিশিক রাশট্রসীমানায় পাকিস্তানি এক কবি হাবিব জালিব । সারা জীবন প্রতিবাদী এ চরিত্র রাশট্রযন্ত্রের দিকে নানাবার আঙ্গুল তুলেছিলেন, করেছেন রাজপথে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন । ৭১ এ যখন অনেক বাঙ্গালী ‘ভারতীয় আধিপত্যবাদের’ জুজুর কারণে পাকিস্তানী সামরিক বাহিনীর নির্মম অত্যাচারকে মৌন সমর্থন দিয়ে রাজকবি হয়েছিলেন তখনও তার কলম থেকে বেরিয়ে … More উপমহাদেশের মজলুমের শব্দজুয়াড়ীঃ বেসরকারি কবি হাবীব জালিব

শবদেহ

( সম্প্রতি কাবুলে এক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলায় শিশু শিক্ষার্থী সহ ৪৮ জন শহীদ হন । কবিতাটি তাদের উৎসর্গ করা ।  কাবুলের নারীরা তার বন্ধুর শবদেহ নিয়ে এগিয়ে যাচ্ছে যে বিস্ফোরণে বাচ্চাদের সাথে মারা যায় ।) … More শবদেহ

আমরা জীবনের শিক্ষা দিই, মহাশয় ! মূলঃ রাফীফ জিয়াদাহ [] তর্জমাঃ তীর্থের কুহক

রাফীফ জিয়াদাহ( Rafeef Ziadah) ১৯৭৯ সালে লেবাননের বৈরুতে এক ফিলিস্তিনী শরণার্থী পরিবারে জন্ম নেন । তার বেড়ে উটা তিউনিশিয়ায় ও অল্প বয়স থেকেই তার লেখালেখিতে হাতেখড়ি । সে টরেন্টোর ইয়র্ক বিশবিদ্যালয়ে অধ্যয়ন করেন । ২০০৪ সালে প্রথম সে প্রথম জনসম্মুখে তার বর্নবাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার লেখনী উপস্থাপনে হাজির হন । ২০০৯ সালে তার প্রথম কবিতার এলবাম প্রকাশ পায়- হাদীল(Hadeel). ২০০৮ সালে  জিয়াদাহ অন্টারিও আর্টস কাউন্সিলের  ‘Word of Mouth’ প্রোগ্রামের মাধ্যমে অর্থায়ন পান যা দিয়ে তিনি তার প্রথম এলবাম হাদীলের প্রযোজনা ব্যয় মেটান । জিয়াদাহ পুরো বিশ্বব্যাপী নানা জায়গায়  অনুষ্ঠান ও কবিতার কর্মশালা করে বেড়ান । ২০১১ সালে ফিলিস্তিনী -আমেরিকান কবি রেমি কানাযি(Remi Kanazi) সাথে বই ‘Poetic Injustice’ এর বিশ্ব-প্রচারণার অংশ হিসেবে একত্রে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠানে একত্রে অংশ নেন । ২০১২ সালে গাজার মধ্য পশ্চিম তীর কবি অলিম্পিয়াডের প্রতিনিধিত্ব করেন । একই বছর হেলসিঙ্কি( Helsinki) তে ‘ওয়ার্ল্ড ভিলেজ ফেস্টিভাল'(World Village Festival)  এ অংশগ্রহণ করেন। ২০১৪ সালের গ্রীশ্মে সে “দ্যা গার্ডিয়ান”(The Guardian) পত্রিকায় গাজায় ইজরাইলী হামলার প্রতিবাদে  ও বয়কট নিষেধাজ্ঞা ও বর্জন আন্দোলনের ওপর  খোলা সম্পাদকীয় লেখেন । ২০১৪ সালের ১৪ নভেম্বর জিয়াদাহ, ফিলিস্তিনী হিপ-হপ দল DAM- Palestine এর সাথে ফিলিস্তিনীদের সাহাযার্থে  “Manchester Palestine Action” অনুষ্ঠানে অংশ নেন । রাফীফ জিয়াদাহ তার কবিতা ‘Shades of Anger’ ও “We teach life,Sir!’ জন্য অত্যধিক জনপ্রিয়।জিয়াদাহ’র কবিতা “We teach life,sir!” স্কটল্যান্ডের সংসদ অধিবেশনের ‘ফটোগ্রাফি শো’  এর জন্য নির্বাচিত অয়েছিল যার নাম ভূমিকা ছিল- ”  “We Teach Life: The Children of the Occupation.”  … More আমরা জীবনের শিক্ষা দিই, মহাশয় ! মূলঃ রাফীফ জিয়াদাহ [] তর্জমাঃ তীর্থের কুহক

সন্ত্রাস মানে… মূলঃ আহেদ তামিমী [] তর্জমাঃ তীর্থের কুহক

১৬ বছর বয়সী ফিলিস্তিনী কিশোরী ;যে তার বাড়ীর সামনে ইজরাইলী সৈন্যদের বিরুদ্ধে চড়াও হয়েছিল অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে । পরবর্তীতে ইজরাইলী জান্তারা তাকে গ্রেফতার করে । তার প্যরো জীবন অন্ধকার কারাগারে নষ্ট করে দেবার হুমকি দেওয়া হয়েছে । কিন্তু আহেদ তামিমীর মত অসংখ্য প্রতিবাদী কিশোর-কিশোরীরা দখলদার পৈশাচিকতার বিরুদ্ধে ভয়হীন চিত্তে আওয়াজ তুলছে অবিরাম … More সন্ত্রাস মানে… মূলঃ আহেদ তামিমী [] তর্জমাঃ তীর্থের কুহক